BDExpress

১১ বছর পর দিল্লি ডেয়ারডেভিলসে শিখর ধাওয়ান

দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল অভিষেক করেছিলেন শিখর ধাওয়ান। সানরাইজার্স হায়দরাবাদে চলে যাওয়া এই ওপেনারকে ১১ বছর পর দলে ফিরিয়েছে দিল্লি। তার বিনিময়ে তিনজনকে ছেড়ে দিতে হয়েছে সানরাইজার্সকে। এরা হলেন- বিজয় শঙ্কর অভিষেক শর্মা ও শাহবাজ নাদিম।

আগামী আসরে দিল্লি জার্সিতে দেখা যাবে শিখর ধাওয়ানকে। গত বছর তাকে ৫.২ কোটি রুপিতে কিনেছিলো সানরাইজার্স। কিন্তু এই অর্থে সন্তুষ্ট না থাকায় তাকে আর দলে রিটেইন করতে রাজি নয় সানরাইজার্স। তাই বাধ্য হয়েই শিখরকে ছেড়ে দিতে হয়েছে হায়দরাবাদকে। বিনিময়ে তিনজনকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স। যাদের সম্মিলিত মূল্য দাঁড়ায় ৬.৯৫ কোটি রুপি। পুরো অর্থই দিল্লিকে নগদ দিতে হবে সানরাইর্জসকে।

ধাওয়ান আইপিএলে দিল্লির হয়ে খেলেন প্রথম সংস্করণে, ২০০৮ মৌসুমে। এরপর মুম্বাইয়ে কয়েক বছর খেলে জায়গা পান হায়দরাবাদে। তার আগে ২০১৩ সালে ডেকান চার্জার্সেও খেলেছেন।

আরো পড়ুন
  • 177
লোড হচ্ছে ···
আর নেই