BDExpress

আবারও উষ্ণতা ছড়াচ্ছেন মোনালিসা, নেট দুনিয়ায় তোলপাড়! (ভিডিও) 

অভিনেত্রী মোনালিসা। তার আসল নাম অন্তরা বিশ্বাস। তিনি বাঙালি। কখনো বিগ বসের ঘরে। কখনো ‘নজরের’ নায়িকা। আবার কখনো ‘দুপুর ঠাকুরপো’-র ঝুমা বৌদি। বহু রূপেই তাকে দেখেছেন দর্শক।

ভোজপুরি এই অভিনেত্রী আরও একবার ভাইরাল হলেন নেট দুনিয়ায়। তবে এবার তিনি ভাইরাল হয়েছেন নিজের উষ্ণতা ছড়ানো ভিডিও প্রকাশ করে। তার উষ্ণতার পারদ বেড়েই চলছে। সেই পারদ আরও একটু বাড়িয়ে দিয়েছেন মোনালিসা। লাল ছেড়ে এবার তিনি কালোতে। কালো শাড়ি, কালো চুড়ি আর ক্লিভেজ খোলা কালো স্লিভলেস ব্লাউজে নতুন অবতারে এই ভোজপুরি সিনেমার রানি।

বোল্ড কালো অবতারে ইন্সটাগ্রামে উষ্ণতা ছড়ানো ছবি আপলোড করলেন তিনি। আর তাতেই মেতেছে নেট দুনিয়া। পাশাপাশি সালমান খানের আসন্ন সিনেমা ‘ভারত’ থেকে তাসনি গানে নেচে ভক্তদের মনে আগুন ধরালেন অভিনেত্রী মোনালিসা।

সম্প্রতি ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন মোনালিসা। এরপর সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

ইদানিং মোনালিসার ইন্সটাগ্রামে ভক্তের সংখ্যা বহু বেড়েছে।

মোনালিসার সেই ভাইরাল হওয়া বিখ্যাত নাচের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিডি২৪লাইভ/টিএএফ

আরো পড়ুন
  • 698
লোড হচ্ছে ···
আর নেই