BDExpress

এ কী কাণ্ড মডেলের, পুলিশের সামনেই নগ্ন হয়ে…. (ভিডিও)


ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক : লিফটের ভিতর মত্ত তরুণীর নাটক! থানায় যেতে আপত্তি বিধায় লিফটে পুলিশের সামনে নগ্ন ভারতের এক কনটেন্ট রাইটার তথা উঠতি মডেল। পুলিশ সেখানে গিয়ে তাঁকে থানায় নিয়ে যেতে চাইলে, লিফটের মধ্যে প্রায় নগ্ন হয়ে গেলেন মহিলাটি।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ের আন্ধেরিতে এই ঘটনা ঘটে। মেয়েটির অভিযোগ, কোনও মহিলা পুলিশ কর্মী ছাড়াই রাত ৩টের সময় তাঁকে থানায় নিয়ে যেতে চেয়েছিল পুলিশ।

ভিডিওটিতে দেখা যায়, মেয়েটি চিৎকার করছে আর একজন ব্যক্তি তাকে ধরতে চেষ্টা করছে। এমত অবস্থায় মেয়েটি লিফটের ভিতরে গিয়ে লিফট বন্ধ করতে চাইলে ছেলেটি লিফটের সেন্সরে হাত দেওয়ায় বন্ধ হয়না।

এ দিকে এই দৃশ্য পাশেই দাড়িয়ে থাকে দেখছেন কতিপয় ব্যক্তি।

জুমবাংলানিউজ/এসওআর
আরো পড়ুন
  • 455
লোড হচ্ছে ···
আর নেই