BDExpress

জরুরি সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

গণফোরামের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। শনিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করবেন ড. কামাল হোসেন।

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লতিফুল বারী হামিম জানান, এর আগে গত ৫ জানুয়ারি গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জেলার নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন। আগামীকালের বৈঠকে জেলার নেতাদের দেওয়া মতামতগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করবেন।

এর আগে গত ৫ জানুয়ারি শনিবার বর্ধিত সভা শেষে ড. কামাল হোসেন বলেন, ‘দলের নির্বাচিত দুই সদস্য সুলতান মো. মনসুর ও মোকাব্বির খান সংসদে যাওয়ার বিষয়ে তারা ইতিবাচক।’ এর একদিন পর ৬ জানুয়ারি গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মুন্টু বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না।’

বিডি২৪লাইভ/এমআর

আরো পড়ুন
  • 385
লোড হচ্ছে ···
আর নেই